মমতাদি গল্পে মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?

মমতাদি গল্পে মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?

মমতাদি গল্পে মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন

মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?

নিজেকে স্পষ্টভাবে প্রকাশ না করে শুধু কাজের মধ্যে ডুবে থাকার কারণে লেখক মমতাদিকে ছায়াময়ী মানবী বলেছেন। মমতাদি কাজ করতে এসে সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখতো। প্রয়োজন ছাড়া কারো সঙ্গে তেমন কথা বলতো না। নিজের খেয়ালে সব কাজ করে । ছায়া যেমন শান্ত স্নিগ্ধ হলেও তাকে ধরা যায় না, মমতাদির ভেতরের কোথাও যেন তেমনি প্রকাশ্যে আসে না। লেখক তাকে সব সময় নির্বিকার হিসাবে চিহ্নিত করতে গিয়েছিলন। এবং এজন্যই তাকে ছায়াময়ী মানবী বলেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url